সৎসঙ্গ কি চায়? সৎসঙ্গ চায় মানুষ, ঈশ্বরই বল খোদাই বল ভগবান. বা অস্তিত্বই বল- ভূ ও মহেশ্বর যিনি এক -তাঁরই নামে সে বুঝে না হিন্দু সে বুঝে না খ্রীষ্টান সে বুঝে না মুসলমান সে বুঝে না বৌদ্ধ সে বোঝে প্রতি প্রত্যেকে তাঁরই সন্তান, সে আনত করে তুলতে চায় সকলকে সেই একে, সে পাকিস্তানও বোঝে না হিন্দুস্তানও বোঝে না রাশিয়াও বোঝে না চায়নাও বোঝে না হউরোপ, আমেরিকাও বোঝে না - সে চায় মানুষ, সে চায় প্রত্যেকটি লোক সে হিন্দুই হোক মুসলমানই হোক খ্রীষ্টানই হোক বৌদ্ধই হোক বা যেই যা হোক না কেন যেন সমবেত হয় তাঁরই নামে পঞ্চবর্হির উদাত্ত আহবানে - অনুসরণে -পরিপালনে পরিপূরণে উৎসৃজী উপায়নে পারস্পরিক সহৃদয়ী সহযোগিতায় শ্রমকুশল উদ্বর্দ্বনী চলনে যাতে খেটেখুটে প্রত্যেকে দুটো খেয়ে -পরে বাঁচতে পারে সত্তা সাতন্ত্র্যকে বজায় রেখে সম্বর্দ্ধনার পথে চলে, প্রত্যেকটি মানুষ যেন বুঝতে পারে প্রত্যেকেই তার, কেউ যেন না বুঝতে পারে সে অসহায়,অর্থহীণ, নিরাশ্রয়, প্রত্যেকটি লোক যেন বুক ফুলিয়ে বলতে পারে আমি সবারই - আমার সবাই - সক্রিয় সহচর্য্যী অনুরাগোন্মদনায়; সে চায় একটা পরম রাস্ট্রীক সমবায় যাতে কারউ. সৎ -সম্বর্দ্ধনায় এতটুকু ত্রুটি না থাকে অবাধ হয়ে চলতে পারে প্রতিপ্রত্যেকে এই দুনিয়ার বুকে এক সহযোগিতায় আত্নোন্নয়নী শ্রমকুশল সেবা সম্বর্দ্ধনা নিয়ে পারস্পরিক পরিপূরণী সংহতি উৎসারণায় উৎকর্ষী অনুপ্রেরণায় সন্দীপ্ত হয়ে সেই আদর্শ পুরুষে সার্থক হতে সেই এক -অদ্বিতীয়ে। (ধৃতি -বিধায়না,১ম খন্ড/শ্লোক ৩৯৪)