কিভাবে রেজিস্ট্রেশন ও পেমেন্ট করবেন?

নতুন রেজিস্ট্রেশন করা জন্য

১। প্রথমেই ভিজিট করুন প্রিয়পরম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন, বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েব পেইজ https://arghyapraswasti.org এ।

২। Registration লিংকটিতে ক্লিক করুন।

৩। একটা নতুন Form চালু হবে। এখানে কিছু তথ্য রয়েছে যা অবশ্যই পূরণ করতে হবে, অন্যগুলি পূরণ না করলেও চলবে। যেমন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, মোবাইল নং, ঠিকানা, জেলা, ঋত্বিক নাম অবশ্যই পূরণ করতে হবে। সবশেষে আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে, অন্যান্য তথ্যসমূহ অপশনাল, যা পূরণ না করেও আপনি আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

৪। আপনার তথ্য সমূহ পূরণ হয়ে গেলে, Submit Information বাটনে ক্লিক করুন।

কিভাবে আপনার ইষ্টার্ঘ্য জমা করবেন?

১। প্রথমেই আপনার User Name ও Password দিয়ে লগইন করুন ।

২। এখানে আপনার ব্যক্তিগত সকল তথ্য ও একটি ইষ্টার্ঘ্য জমার ইতিহাস দেখতে পাবেন ।

৩। “নতুন দান করুন +” বাটন ক্লিক করার পর একটি Form চালু হবে। প্রথমে তারিখ দিন, তারপর আপনি যে যে খাতে অর্ঘ্য জমা করতে চান তার পরিমান ধারাবাহিক ভাবে উল্লেখ করুন।

৪। একাধিক ঋত্বিক হলে তাদের নাম নির্বাচন করে তাদের প্রনামী লিখুন।

৫। লক্ষ্য করবেন, সবার নিচে সর্ব মোট পরিমান দেয়া আছে।

৬। সব তথ্য দেয়া হয়ে গেলে “পেমেন্ট করুন” বাটনে ক্লিক করুন।

৭। এখন আপনার পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন, “Prime Bank Ltd” অথবা “bKash Personal A/C” তারপর “পরিশোধ করুন” বাটুন চাপুন।

৮। আপনি “bKash” বা “Bank” এ টাকা পাঠানোর পর, সৎসঙ্গ ফাউন্ডেশন ফিলানথ্রপি থেকে যাচাই করনের পর আপনার নিজস্ব নামে জমা হয়ে যাবে।

বি.দ্র.

১। বিবিধ কারনে উপরোক্ত ধাপগুলো অনুসরণ করতে আপনার সমস্যা হতে পারে।

২। এ বিষয়ে আপনার সমস্যা লিখে WhatsApp এ বা, 01759-107305 ফোন দিতে অথবা satsangfoundationbd@gmail.com এ ম্যাসেজ দিতে পারেন।

৩। মনে রাখবেন নিয়মিত আপনার ইষ্টার্ঘ্য প্রদান অবস্যই বাধ্য়তামূলক।